আগে ছিল "আমরা দু'জন আমাদের দু'জন",
আজ এই নিয়ম মেনে চলে ক'জন?
সংসারে লেগে থাকে অভাব আর অনটন,
তাই এখন প্রতি ঘরে সন্তান একজন।
শিশুকে বলা হয়ে থাকে ভগবানের বরদান,
কিন্তু অভিশাপের অপর নাম-এক সন্তান।
সবাই বলে "ছোট পরিবার সুখী পরিবার",
কিন্তু এতে এক সন্তানের জীবন ছারখার।
সে মা-বাবার ভালোবাসা যেমন সবটুকুই পায়,
তেমনি শেষ বয়সে তাদের একাই সামলায়।
সে কখনো ভাগ করতে জানে না,
তাই তার কপালে জোটে অসামাজিক তকমা।
বিপদে পড়লে সে কাউকে পায় না,
তাই কখনো পেছনে ফিরে তাকায় না।
সব প্রতিকূলতার সঙ্গে সে একাই লড়ে,
তার জীবনসঙ্গিনীও সুযোগ বুঝে ঘাড়ে চড়ে।
তার বয়স যখন সাতাশ কিংবা আটাশ,
সে আতি সহজেই হয়ে যায় হতাশ।
দুর্ভাগ্য যখন তার সামনে এসে দাঁড়ায়,
সে নিজেকে ভাবে নি:স্ব আর অসহায়।