বর্ষবিদায়ের সাক্ষী হিসেবে উপস্থিত হয়েছে ডিসেম্বর,
বর্ষবরণের অঙ্গ হিসেবে সেজে উঠেছে শহর।
হে ২০২৪,তোমায় জানাই অসংখ্য ধন্যবাদ,
তুমি মিশিয়েছো আমার বিশুদ্ধ ভালোবাসায় খাদ।
তুমি দিয়েছো আমায় প্রেমের নামে ধোঁকা,
তাই আমি সহজে হই না বোকা।
তুমি দিয়েছো আমায় একাকীত্বের বিরহ উপহার,
তাই আমি কৃতজ্ঞচিত্তে করি প্রাপ্তি স্বীকার।
তুমি বুঝিয়েছো পৃথিবীতে কেউ আপন নয়,
তাই আমি নিজেকে দিতে পেরেছি সময়।
তুমি ঝরিয়েছো আমার দুই চোখের জল,
তাই আমি জ্বালিয়েছি বুকে প্রতিশোধের অনল।
তুমি দিয়েছো আমায় ব্যর্থতা ও হতাশা,
তাই আমি জাগিয়ে তুলেছি সাফল্যের পিপাসা।
তুমি বানিয়েছো আমায় নিষ্ঠুর চক্রান্তের শিকার,
তাই আমি সবাইকে সন্দেহ করি বারবার।
তুমি দিয়েছো ভেঙ্গে আমার ধৈর্যের বাঁধ,
তাই আমি আজও করে চলেছি আর্তনাদ।
তুমি দিয়েছো আমায় বঞ্চনার তিক্ত স্বাদ,
তাই আমি করছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।
তুমি দেখিয়েছো আমায় মানুষের আসল রূপ,
তাই আমি হয়ে গেছি একেবারে চুপ।
তুমি করেছো আমায় অবহেলা আর উপেক্ষা,
তাই আমি করি না তোমার প্রতীক্ষা।
২০২৫ এর কাছে আমার একটাই দাবী-
আমি যেন খুঁজে পাই সুখের চাবি।