ভবে মোরা এলাম,
কী জন্?
সৃষ্টি মোরা,
কী জন্য?
এই নয়তো মোদের পিপাসা।
এই ভাবনা থাকলে মোদের,
ভবের লিন্সা নয়।
থাকিত মোরা,
পরদেশ- পরকালের লিন্সায় মন।
রাত কেন?
দিন কেন?
সূর্য কিরণ,
আকাশ ছায়া কেন?
এই নয়তো মোদের প্রশ্ন।
জন্ম হল,
বয়স হল, -
দাড়িঁ চুল সাদা হল।
এইতো নাও, এইতো নাও ;
সব ছাড়িয়ে তীরে এল নাও।
চরবী এখন,
দেখবী এখন।
হাসতে নয়,
নাচতে নয়।
থাকব যেথায়,
মোরা একা একা।