রমজান এল রমজান,
ঘুম হতে ছেহেরি রাধ।
আকাশে বাতাসে মধুর আভাস,
এসেছে মোদের রমজান।
ধনী নয়, গরীর নয়,
এসেছে মোদের রমজান।
গাছে গাছে সবুজে সবুজ,
এসেছে মোদের রমজান।
বাড়ির ছেলে- মেয়ে বলছে,
মা উঠ মা উঠ ওমা উঠ।
আযান পড়ে গেল,
উঠ মা উঠ রাধতে হবে।
মাগো উঠ,
এসেছে যে মোদের রমজান।