আমি আছি কাঁঠাল বাগানে,
তুমি এস সাবধানে।
সাপের ভয়ে যেওনা,
                পিছপা হয়ে।
তবু আমি আছি কাঁঠাল বাগানে।
তরুলতা ফুল- ফল,
তোমার জন্য রাখিব ;
            মধুর ফল।
তুমি যদি হও খেজুরের রস,
আমি হব জোয়ারের কস।
আমি আছি রাস্তায় দাড়িঁয়ে,
তুমি থেক চৈতনে জেগে।
হাজার ফুলের গন্ধে,
তোমায় রাখব যত্নে।


(কবিতাটি   সিরাজুল বন্ধুকে উপেক্ষা করে লেখ ছিলাম ২০১৩ সালে)      
                       (সমাপ্ত)