আজ মোরা পুলিশ হয়ে ধন্য,
ধন্য মোরা সবার জন্য।
ধন্য মোরা ধন্য,
জনসাধারণের সেবার জন্য।
দিন নয় রাত নয়,
সদা সজাগ মোরা।
শুধু তোমাদেরই জন্য।
ঝড় নয় তুফান নয়,
সদা জনসাধারণের নিরাপত্তায়।
আজ মোরা পুলিশ হয়ে ধন্য,
যেখানে দেখি অন্যায়ের কসাঘাত,
সেখানেই থাকি প্রতিরুদ্ধ প্রতিহত।
আমরাই পুলিশ আমরাই গর্ব,
আমরাই দেশের জন্য।
যেখানে সবাই করে
তোমাদের অবহেলা,
আমরা পুলিশ হয়েছি বন্ধু সেথায়।
আমরা জনসাধারণের বলে,
আজ মোরা পুলিশ বিশ্ব করোনা জয়,
জয় করেছি সারা বিশ্বময়।
এসব শুধু তোমাদের সেবার জন্য ।
যেখানে পরিবার হীন,
সেখানেই আমরা পুলিশ।
যেখানে তুমি একা,
সেখানেই আমরা পুলিশ।
আমরা তো তোমাদেরই সন্তান,
আমরা তো দেশেরই সন্তান।
হয়তো পোশাকে পুলিশ,
আমরা তো কোনো না কোনো ;
মায়ের গর্বে জন্মিত সন্তান।
ধন্য মোরা ধন্য,
পুলিশ মোরা -
শুধু জনসাধারণের সেবার জন্য।