উপকারীর অপকার করিও না ভাই,
তুমি প্রয়োজনে উপকারী হও তাই।
স্বজনের পাশে স্বজন,
চোখের পাশে চোখ ;
থাকিলে সবই উপকার।
উপকারীর কথা ভাবেনা যে জন,
পুশুর ন্যায় অপকার করে সেই জন।
উপকারীর অপকার করিও না ভাই,
যদিও না পার উপকার করতে।
ব্যথার সহিত সহে নিও সব,
তবু করিও না অপকার।
উদ্ভিদ যেমন ফল দান,
আল্লাহ যেমন সৃষ্টির মহমান।
তুমিও করিবে তোমার জ্ঞান দান।
তোমার উপকারে ঘটিবে,
কত যে ঘটনা, -
কত যে কথাকথি।
বুঝিলে সবই হব কৃতজ্ঞ।
যদি অপকারীর উপকার কর,
তাহলে তুমি, -
ব্যাথার মাঝে সহে নিও সব।
তাহলে তুমিই হবে জ্ঞানী,
তুমি হবে সব।
তাই তুমি অপকারের উপকারী হও।।