ছাত্র নয়তো ওরা,
ছাত্র নামে কলঙ্ক।
যারা স্কুলে যায়,
বিশৃঙ্খলার জন্য।
গুরুজন মানে না ওরা,
ভাবে শুধু -
ধ্বংসের লিলা।
তাহাদের জন্যই,
কৃতি ছাত্রছাত্রী হয় -
অজ্ঞের সদস্য।
শুধু তাদের জন্য,
গুরুজন হয়-
ক্লান্ত রুক্ষমন।
পড়াতেও ইচ্ছুক নয়,
শুধু তাদের জগন্যতার জন্য।
সমাজ রাষ্টে আসে,
ধ্বংসের লিলা।
শুধু তাদের বিশৃঙ্খলার জন্য।
তাদের জন্যই আজ,
দেশের ছেলে মেয়েরা অজ্ঞ।
ওরা মানুষ নয়,
ওরা পুশুর চেয়ে নিকৃষ্ট।
ওরা সমাজ রাষ্ট্রের শুত্রু,
শুত্রু জনসাধারণের।
তাদের জন্য,
গুরু সমাজ করে অভিশাপ।
তাদের জন্য,
গুরু সমাজ বলে -
ধ্বংস হয়ে যাক এমন মানুষ।
তাদের জন্য,
গুরুদের হতে হয় অপমান।
তাদের দুষ্ট চক্রে,
নারী হয় অজ্ঞ।
তাদের জন্য,
দেশে প্রান্তরে হয় -
অক্লান্তের ঢেউ।
এমন মানুষ জন্ম নিওনা,
কোনো দেশান্তরে।
তাদের জন্য,
পৃথিবী হয়ে যাবে ধ্বংস।
দেশে দেশে গ্রাম গন্জে,
ওদের জন্য হবে -
ধ্বংস লিলায় ভরপুর।