আজ বাংলায়,
              পল্লবের স্তূপ।
সে দিনের ঝরা- বকুল,
আজও আমায় করে ব্যাকুল।    
যে দিন আমি জন্মি,
সে দিন এই বাংলায়, -
নীলকমলের জন্ম।

আমি তো পল্লবের মত,
এক লগ্ন সবুজ পাতা।
মাথা ভরা কালো চুল,
কথা ভরা মজা।
তোমরা যা ভাব,
তবু আমি রাজ , -
তবু আমি লগ্ন।
তবু আমি পল্লবের ন্যায়,
এক মহাকবি।

                   (সমাপ্ত)