হে যুবক উঠ,
ফজরের এলাম বেজেছে ঐ।
আল্লাহর মহান ধ্বনিতে,
মোদের ডাকিতেছে,
মসজিদের ঐ কোণে।
ঘুম হয়তে নামাজ উত্তম,
বাড়ি হয়তে মসজিদ ভালো।
উঠ যুবক,
রাত্র প্রায় শেষ।
তুমি শুননি যুবক,
মসজিদের ঐ মহান ধ্বনি।
ঘুম ঘুম ঘুম আসে মোর,
একটু ঘুম আসি।
হে যুবক উঠ,
নামাজ পড়তে হবে ;
উঠব উঠব এই উঠছি।
কিছু সময় পর,
এলাম বেজেছে ঐ।
মা বলছে রেগে,
উঠ খোকা উঠ ;
রোদ্র উঠেছে উঠ খোকা।
স্কুলের যাও,
তা না হলে -
বগবেনি তোমার বাবা।
মা কয়টা বাজে,
নয়টা বেজেছে প্রায়।
তখন উঠি মোরা তরিগরি করে,
হেডমাস্টার পিটবে নি ;
তা না হলে ।
এই হল মোদের শিক্ষা,
এই মোদের নীতি।