মায়ের দিব্যি যাসনা ঐ বনে,
যাসনা এই খনে।
কৃষক ছেলে তুই,
মতবি কিনা তা হয়।
আমার দিব্যি তোর বাপের দিব্যি,
যাসনা ঐ বনে।
যে বনে বাঘ ঘুরে,
ঘুরে পশুর দল।
মতবি না হয়,
মতব আমি।
দিন ফুরাতে রাত হয়,
দিব্যি জানতেই মানা।
শপথ করলাম,
যাবনা ঐ বনে;
যে বনে মায়ের দিব্যি।

কৃষক ছেলে আমি,
এখন খেলব কারশনে।
জন লোকে ভিড় হয়,
জন মানুষ জনে।
কোলাহলে ভরে উঠে,
জন মানুষ ঐ বনে।

কৃষক বালক আমি,
এখন কৃষক শানে থাকি।
একলা মনে,
একলা বসে।
করব আমি খেলাধুলা,
তবু করবনা মায়ের দিব্যি মানা।
  
                   ( সমাপ্ত)