আজ নতুন পৃথিবী জেগে উঠেছে,
আজ নতুন চারপাশ।
সবুজে সবুজের স্তুপ,
সবুজ অন্যন্য পৃথিবী।
রক্ত মাখা,
সবুজের এই মাঠ ;
আজ নতুন পৃথিবীর জন্ম।

অশ্রুজলে ভাসিয়েছে,
কত বীরসেনারা ;
কত মা- বোনের বুক শূন্য করে।
বীরসেনারা বীরদের দলে হয়ে,
বীর শহীদ হয়েছে।
তবু এই বাংলা,
মাথা নোয়ানো নয়।
বারংবার এগিয়ে যাই,
শত্রুসেনাদের পদাঘাতে।
মাঠে মাঠে ছিল সবুজ,
রক্ত মাখায় আজ হল ;
লাল- সবুজ।                        
              

                (সমাপ্ত)