তুমি বসন্তের কোকিল,
মিস্টি সুরে গেয়ে যাও গান।
চারপাশ আনন্দের বাতি,
তাহার মাঝে তোমার গান।
সুরে সুরে কত ব্যথা হারা সৃতি,
তবু তোমার মাঝে আছে রেস্ট।
তুমি আস বায়ু পরিবর্তনে,
এই নীলবনে।
আস বাংলার,
রক্ত ভেজা সবুজে।
চার পাশ পল্লবের স্তূপ,
তাহার মাঝে তুমি অতিথি।
সে দিনও শুনেছ,
এই রক্ত গঙার আহাজারি।
কোকিল তুমি,
আস বারংবার,
সে দিনের বর্বরতায়,
এই বাংলায়।
(সমাপ্ত)