কৃষক ছেলে বলে,
অবহেলা তো নয়।
জমি হলেই তো,
ফসল নয়।
যত্ন পরিচর্যা করে,
আগাছা মুক্ত করি;
ফসলের এই মাঠ।

তারপর রুপি মাঠে মাঠে,
বোরো আউশ আর কত কী?
সবুজে সবুজে,
হেলে দূলে কচি ডগা।
যে দিকে তাকাই,
সে দিকেই সবুজে সবুজ।
সবই কৃষকের চাষ।

কৃষক ছেলে বলে,
আজ হয়েছে মনুষ্যত্বের ধন।
পারতাম না দুঃখ কষ্ট ছাড়তে,
পারতাম না কাজ।
অবুঝ সেজে,
করিতাম কত কী?
তাহার কারণ,
আজ আমি কবি।