যে কাগজে আকাঁ- বাকা,
নদ- নদীর পথ।
সাদা পাতায়,
কালো কালির লেখা।
খবর এল,
পালকি কাঁধে বাও।
মা-বাবাসব আছে,
নাই পুত্র- কণ্যা।
দিনের আলো দিনের পাতায়,
রক্ত মাখা পথে,
একার ছবি।
এতো নবীন পথের নবীন যাত্রী,
বীর শ্রেষ্ট বীর পুরুষ ;
আজ সবই জীবন নদীর তরে।


                        ( সমাপ্ত)