ছাত্র নয়তো সে ধুমপায়ী,
ছাত্র নামে কুসংস্কার।
ছাত্র নয়তো,
ছাত্র নামে রাজনীতি।
বিশ্ব জোড়া হব মোরা,
ছাত্র নামে সংস্কৃতি।
দেশের নেতা বলবে কথা,
তবু সে ধুমপায়ী।
হাজার বছর পর এসেছে,
যে যুগ তা তো -
আধুনিক যুগ,,
বিজ্ঞানের যুগ।
তবু সে ধুমপায়ীর লোক।
মনে হয়,
এমনি ভাবেই চলবে -
এই আধুনিক যুগ।
দেশের নেতা হয়তো,
সঠিক সম্পাদক।
তবে যে সে হয়তো,
দেশের ধনরত্ন।