আমরা মুসলিম,
আমরাই মুসলমান।
আমরা ভোর রাতে ঘুম ভেঙে,
চলি মোদের -
মসজিদের ঐ কোলে।
মসজিদের ঐ মহান ধ্বনিতে,
ডাকছে মোদের ঐ।
চল না আমরা নামাজ পড়ি।
চল না আমরা কাজ ঘুমকে রেখে,
চল যাই -
মসজিদের ঐ কোলে।
শান্ত স্নিগ্ধ মুক্ত বাতাস,
শান্ত স্নিগ্ধ মুগ্ধ দিন রাত।
চল না আমরা নামাজ পড়ি,
চল না আমরা জান্নাতের চাবি কিনি।
মুক্ত হাওয়া,
মুক্ত আঁধার - আলো।
সবই মহান আল্লাহর দান।
মোদের হস্ত কঙ্কাল,
মোদের সুন্দর আকৃতি দান।
সবই মহান আল্লাহ,
সব অসীম সৃষ্টি-
তোমারই মহানতার দান।
কি সুন্দর দৃষ্টি চোখ,
কি সুন্দর অঙ্গ প্রতঙ্গ।
এই পৃথিবীর আধার- আলো,
কি সুন্দর ঘুম- রিজিক ;
সবই তোমার আল্লাহ দান।
চল না নামাজ পড়ি,
চল না আল্লাহর শুকরিয়া করি।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার ধ্বনি বলি।
কি সুন্দর সৃষ্টি মোরা,
সৃষ্টি মহানতার।
চল না নামাজ পড়ি,
চল না আমরা মসজিদের ঐ কোলে চলি।
চল না আমরা নামাজ পড়ি।
আমরা মুসলিম,
আমরাই মুসলমান।
চল না আমরা মহান ধ্বনি বলি,
চল না আমরা বিশ্ব গড়ি।
চল না কালিমার মহাধ্বনি,
চল না সবাই পড়ি।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) পড়ি,
চল না আমরা মসজিদের ঐ কোলে চলি।
চল না আমরা নামাজ পড়ি,
চল না মহা ধ্বনির বিশ্ব গড়ি।
চল না আমরা সবাই চলি,
মসজিদের ঐ কোলে।