বহু ছলনা,
বহু তামাশা করেছি বলে, -
বহু অপরাধী হলাম।
বহুদিনের,
বহু ভুল।
তাই করেছেন ধীক্কার।
তা না হলে,
কীভাবে হতাম?
বহু জ্ঞানের পাহাড়।

আপনি আমার গুরুজন,
আপনি পথপ্রদর্শক।
ধন রতন নয়,
নয় কোনো সম্পদ।
চাহিয়া   ছিলেন,
শুধু সুনাগরিক  গড়তে।
কবি নয়,
রাজা নয়।
নয় কোনো জনসাধারণ।
সবার উপরে,
আপনি  গুরুজন।    
      
            (সমাপ্ত)