আমাদের পরিবার সে দিন ছিল,
এক মহা উল্লাস।
তাহার মাঝে হাসিত,
বনের সাদা কাশফুল।
হাসিত আরও কত কী?.
আজ আর তা নেই।
মাঠেতে ফলিত কত ধান,
হাসিতে খুশিতে ভরে যেত ;
মোদের এই পরাণ।
কত কল্পনা- কত স্বপ্ন,
নানা ছিল তাহার মূল।
আজ আর সে পৃথিবী নেই,
আজ নিত্য পৃথিবীর বসে।
ইতিহাস রচনার মত,
ঘটিল সে দিন আধারের মত ;
আমার নানার বিদায়।
আজ তার জন্য নিস্তব্ধ শূন্য,
মোদের এই পরিবার।
( সমাপ্ত)