আকাশে মেঘ জমেছে,
কী করি? এখন উপায়।
চাষা ভাই করে চাষ,
বলে নাহি হয়েছে সর্বনাশ।
রাখাল গুরু চড়াইতে গেছে মাঠে,
সেও বলে;
বাড়ির ধান বুঝি গেল ভিজে।
কী করি? এখন উপায়।
জেলে ভাই মাছ ধরিবে,
সেও বলে ;
পাব যে বড্ড একটা বোয়াল মাছ।
আকাশে মেঘ জমেছে,
কী করি? এখন উপায়।
স্কুলের ছেলে- মেয়েরা বলে,
যাব না আজ স্কুলে।
ছেলে - মেয়ের অভিভাবক বলে,
কী করি? এখন উপায়
কান্নায় কান্নায় পারা ভরে গেছে,
পথে কে জানি বিপদে পড়েছে।
মনে হয় বুঝি,
আকাশ খানি গেল ছিড়ে।
আসবে এখন পাল হাতির দল,
চলো আমরা ঘরে ফিরি।
(সমাপ্ত)