ভুল যাহা একবার করিয়েছি আমি
দ্বিতীয়বার সেই ভুল করিতে চাই না আর।
যেতে হবে ঢের দূর বহুদূর জীবনরে নিয়ে‚
জীবন যেখানে এসে থামিয়েছে আজ
কাল থেকে নিয়ে যাব তারে আমি
উদ্যম গতিতে নতুন শিখরে!
ভুলে ভুলে এ জীবন কেটে গেছে তেইশ বছর
পিছনে ফিরে তাকাবার সময় আর কই পাই।
শুধরে নিতে হবে সব ভুল সব প্রাচিত্য‚
যদিও পৃথিবীর মতো আমার মন অতবড় নয়
তাই ভেঙে যাই অল্পতেই নিঃশ্বাসের হাঁকডাক
সমুদ্রের নোনা জলের মতোই আমার চোখ তিক্ত!
একদিন যেইগান পাখির মতো উল্লাসে ফুটেছিল মুখে
আজ তাই মনে হয় সব ছিল ভুল গান।
তোমারও হৃদয় ফুরিয়েছে ভুলে ভুলে‚
তারপর আমার এইপথ ছেড়ে
কোথায় তুমি কোন নিরুদ্দেশে গা ডাকা দিলে
জানি নিকো বুঝি নিকো কোনোদিন আর!
স্বপ্নের তীরে এসে মনে মনে জীবনে চাহিয়েছি যাহা
ধূসর মেঘে তাহাই আজ ডেকে আছে কবরের মতো।
আজ তার কোথাও পালাবার পথ নাই‚
পাখিরও সুর নাই মনেরও সুর নাই এক প্রভু ছাড়া
তবুও জীবন বাঁচে বেঁচে থাকে
মুমূর্ষু রোগীর মতো এক মৃত্যুর চিন্তা নিয়ে!
মরে গেছে হৃদয় পথিক পৃথিবীর নীলিমায়
তাই কোনোখানে শান্তি নাই পিপাসা নাই।
যা আছে সবই বুক ভরা আর্তনাদ‚
ভ্রমরেরও একটি দিন আসে নতুন ফুলে ফুলে সুভাষ নিতে
যদিও এ জীবনের কোনো রাত নাই দিন নাই
বিশাল আকাশের মতো চারিদিকে ছড়িয়ে আছে নাভিশ্বাস!