ভালোবেসে আজ একাকীত্বের বেদনায় ভুগছি
রূপা, তুমি কি এসবের করুণা করো।
প্রতিটা রাত্রিদিন ক্ষয়ে ক্ষয়ে
রন্ধ্রে রন্ধ্রে ক্ষণিক শরীর বিক্ষিপ্ত হচ্ছে
কি নিদারুণ নিরাগ্রহ মানুষের ব্যথা।
নিদ্রা-ঘোর ভাঙলে মনে হয় আমি আজ
তোমাকে ছেড়ে গভীর অসহায় বড্ড যন্ত্রণায়
ছিন্ন-বিচ্ছিন্ন সভ্যতার ক্লান্ত মর্মে ধসে গেছি
কোথাও আলো নেই, শান্তি নেই—
চারিদিকে শূন্যের বিশলতায় আঁধার!
কত যাবত্ আজ হয়ে গেলো
তোমার দেখা তবু চক্ষে নাই,
মানব প্রাণের রহস্যময় গভীরে
হাজারো ব্যথার আকুতি ঝর্নার মতো বয়ে যায়,
হৃদয় আছে বলেই মানুষ এভাবেই—
দেখো কেমন বিচলিত হয়ে ভেঙে পড়ে!