আমাকে তুমি নিঃসঙ্গতার পথিক বানিয়ে
ভালোবাসার প্রদীপ নিভিয়ে দিলে!
ঝড়ে পরে খয়েরি গন্ধা অঙ্গনে প্রতিদিন
তুমিও কি তাই ঝড়ে গিয়েছ আমার থেকে?
যেইসব স্বপ্ন হৃদয়ে তৈরি করেছিলাম
ভেবেছিলাম একদিন সেই স্বপ্নে ঘর বাঁধবো!
কিন্তু তুমি কিনা সেই পশ্চিমা ঝড়
দুমড়ে মুচড়ে ভেঙ্গে দিয়ে গেলে!
ভালো থেকো তুমি যেখানেই থাকো যতদূরে
আমার প্রার্থনা আজ স্থির অশ্রু হয়ে ঝড়ে!
কখনো কি মনে পড়িবে এ জীবনরে
যে জীবনে তোমারই অস্তিত্ব ছিল;
চারিদিকে অন্ধকার শিশির ছুঁয়েছে ঘাস
আশ্বিনের চাঁদ ছড়িয়েছে আলো আকাশ ভরে
আমি কেন পড়ে আছি একা আজ
শ্যামা মহীর চার দেয়ালের ভিতর!
কোনোদিন কষ্ট কি দিয়েছি হৃদয়ে
যন্ত্রনার প্রখর অনুতপ্ততা বুঝিতে তোমারে;
মনে পরে গেল পুরনো বীজগণিতের কথা
তুমি যেন সেই বীজগণিত
বেলা ভূমির সমস্ত দিনের শেষে
সব মিথ্যা প্রমাণিত করে চলে গেলে!