কতদিন কতপথ হাঁটিয়েছি আমি
পৃথিবীর পারে একা একা নিঃশব্দে,
কত নদী, কত মানুষ, কত অট্টালিকা
কত সিন্ধু গিরি দেখিলো চোখ,
পাইনি কখনো তোমারে তাহাদের ভীড়ে।
রাতের অন্ধকারে চলিতেছে ট্রেন
কত স্টেশন ফেলে যায়
কত যাত্রী উঠে আর নামে
সবাইরে দেখি দেখি নাকো তোমারে।
চারিদিকে শব্দের ধ্বনি চোখে নাই ঘুম
মাথার উপর কালো আকাশ
মেঘের গর্জনে ভারী,
হবে নাকি বৃষ্টি আজিকে
জীবনের সব ব্যথা ধুয়ে দিতে।
আসিবো একদিন পাজীপুরায়
দেখিবো না তোমারে আমি,
দেখিবো মৌরির ধানে শালিক এক
দোয়েলের আশা যাওয়া থেমে নেই তবু
বুঝি একদিন এদের দেখেই মিটে যাবে সব ক্ষুধা!