তন্বী, ফিরে আসে পুনরায় পিছনের যুগ
মানুষ কি করে তার আপন মানুষ ভুলে যায়!
হৃদয়ের নির্যাস চুষে পণ্যজাত
ভেঙে যাই ভেঙে গড়ি ব্যথার লৌহ!
যদিও পৃথিবীর মুখোমুখি দাঁড়িয়ে
তুমি আমি ওরা সব বাঁধা উত্তরায় কবের সেই!
অজস্র নক্ষত্রের ভীড়ে খুঁজিয়েছি
একমুঠো ভালোবাসা স্বস্থির পায়ে!
রাত্রিদিন ক্ষয়ে প্রভাতের আলোয় আলোকিত
যখন আমাদের সোনালী আঁশের দেশ;
চোখে দেখি অপার সৌন্দর্যে মাতিয়েছে
মুনিয়া পাখি কান্তারের পথ ছেড়ে কখোন!
জন্ম নিয়েছি একই পৃথিবীতে দু’জন
তারপর হয়ে গেছি প্রভাতের তটিনীর মতো;
ফিরে চাই সেই প্রেম তপ্ত নিশ্বাস কেবলই
হৃদয়ে হৃদয়ে শিরা-উপশিরায় কতোবার!