তন্বী‚ তুমি আমার এ জীবনের ধন!
নদীর জলের মতোন কখন তুমি
এসে মিশিয়েছ আমার মনে!
রাতে যেই নক্ষত্র— দিনে যেই মাছরাঙা—
গভীর চোখ তুলে জেগে থাকে‚
তেমনি জেগেছি তোমাকে ভালোবেসে
তোমার মনের ভিতরে গিয়ে!
এখন কতোরাত মানুষ ঘুমিয়েছে
কোথাও কোনোখানে প্রাণের হইচই নেই‚
আমি তবু লিখে যাই তোমারে নিয়ে!
জানো নাকি মনের আকাশে রঙ লেগেছে
চারিদিকে তাই জোনাকির উচ্ছ্বাসে কেঁপে উঠে কান্তার!