তোমারেই একদিন ভালোবাসিয়েছি হৃদয় থেকে
মেঘের মতো ছায়া দিয়ে রাখিয়েছি বুকে;
কতো মালা গাঁথিয়েছি বকুলের তলে
সুরে সংগীতে একেলা নীরবে নির্জনে আমি!
প্রেমের টানে ছুটে যাই কতোবার দিতে মালা উপহার
যতো ছিল অতীত স্মৃতি সবই রেখেছি;
বুকে মোর কাটা গেঁথে এঁকে এঁকে
অতি পুরাতন কথা কেন আজ পড়ে মনে!
একটি অনাগত প্রেমের মাজারে
মিশে আছে কতো স্মৃতি চরণ;
কালের ভেদাভেদ রচনা করে বেঁচে আছে
সকল কবিরা অনাদি থেকে অনন্তকাল!