তোমারে খুঁজেছি আমি পৃথিবীর পথে নেমে
সবুজ ঘাসের দ্বিপ থেকে শঙ্খের ডানায়,
অনেক গিয়েছি আমি বাসমতি ধানের দেশে
জীবনের অনিন্দ্য স্বাদ দু’দণ্ড তৃষ্ণা মিটাতে,
দীর্ঘদিন কেটে গেছে সে নীড়ে দেখতে গিয়ে!
মেঘ বিস্তীর্ণ বটের নিকট বলিয়েছি কথা
আমারে করেছ ভালোবাসা দান যতোদিন,
সব ব্যথা আঘাত ভুলে যাই অমৃতের দুয়ারে
যখনই দেখি তোমারে আমি গাজীপুরায়,
বলেছিল সে— আবার কবে আসিবেন?
মোমের মতো গলে যায় অন্তিম হৃদয়!
সমস্ত বেলার পরে নেমে আসে আঁধার গলিতে
ধূসর পেঁচার ডাক আমলকী শিরীষের ডালে,
মানুষ থাকবে না আর পৃথিবীর ঘুমে জেগে!
স্বপ্নের রাতে দেখা গেছে এসেছো তুমি
শব্দহীন জোছনার ভীতর উজ্জ্বল রূপ নিয়ে!