আজকাল দেখছি বেশ সাজুগুজু করে থাকতে
কোন যুবকের দেখা তুমি পেলে
ছুটে যাও মাতাল মেঘের মতো হনহনিয়ে
বলো নাকো কাছে এসে একটিও কথা।
তোমার ব্যস্ত হৃদয়ে আমার গীত
বাজে নাকো আগের মতো,
ফুলের অন্তিমের মতো যাচ্ছ শুকিয়ে
আমার গভীর স্বপ্নদ্রষ্টের থেকে!

আমি দেখছি এক তোমার মুখের পানে তাকিয়ে
আজকাল আমাকে দেখিলে পর
তোমার চেহারায় যেন নেমে আসে
শত শতাব্দীর নীল অন্ধকার।
পরক্ষণেই নিজেকে মনে হয় তোমার কাছে আমি
পৃথিবীর নিকৃষ্ট মানুষদের একজন,
তোমার নীর অবহেলায় ভেসে গেছে সব
নাই পাখির উচ্ছ্বাস গুঞ্জরন।

নাই নক্ষত্রে তেমন সবের গান
বুঝি আজ তোমাকে হারানোর ব্যথা পেয়ে গেছে সবাই
টের পাই গভীর বাতাসে
জোনাকির নিস্তব্ধতায়।
তবুও এই যে চেয়ে দেখো আমাকে
শত ব্যথা শত দুঃখ বুকে পুষে,
ভালোবাসার একগুচ্ছ মঞ্জরি নিয়ে দাঁড়িয়ে আছি
নিয়ে যাও তোমার নরম শাদা দু’হাত ভরে!