তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি বলে
তোমার জন্যেই বেশি কষ্ট পাই!
জানি আমি; আমার আগে তুমি ভুলে যাবে সবকিছু
তখনো হয়নি গো তোমার মুখ চেনা পৃথিবীর পথে
তবুও তোমারেই বেশি ভালো ভেসেছি!
তুমি আজো এ বুকে জেগে আছো
শ্বাশত চিরায়ত নক্ষত্রের মতো চোখ তুলে
অনুভব করি পথহারা ক্ষুধার্ত মানুষের মতোই!
রবে না এই পৃথিবীও তার কক্ষপথে চিরকাল বেঁচে
তার-ও একদিন ক্ষয় আছে মৃত্যু আছে
আমাদেরও একদিন মুছে সমস্ত আলো অদেখাতেই!