তোমাকে না পাওয়ার তীব্র আক্ষেপ
সাত জনমেও ঘোচবে নাগো।
ফুঁপিয়ে ওঠে শূন্যে হৃদয়
না পারি আর সহ্য করিতে;
পুরনো স্মৃতি কুড়িয়ে এনে রোজ ভাসাই চোখ!
তোমাকে চেয়েছি আমার প্রার্থনায়।
হৃদয়ের কাবায় কেঁদে কেঁদে হয়েছি আপ্লুত
নিশীথের মত যত নীরবে করেছি হাহাকার লালন।
দেখোনি শুনোনি কাছে এসে তব সখা,
দিন যায় রাত্রি আসে না ঘোচে মোর এ ব্যথা!
তোমাকে পাবো না জানি কোনোদিনই
নিঝুম বিছনার পরে শুয়ে ভেবে ভেবে ব্যথা পাবো,
ব্যথিত চোখ চেয়ে রবে অন্ধকারে
হৃদয় ছিবড়ে নিয়ে যাবে বিষাদীনির স্মৃতি,
ঈক্ষন সমুদ্র মস্তষ্ক ভারী রাত্রিযাপে!
তোমাকে হারানোর শোকে শোকাভিভূত
এইপথে নরম পায়ের ঘ্রণ বকুলের মত তরতাজা,
মনে হয় আজও তুমি হেঁটে যাও পাছা দুলে
পিপীলিকার মত গুটি গুটি পায়ে ম্লান হেঁসে।
দেখি গো জলের কলসি তোমার কাঁচা বুকের কাছে!
তোমাকে চাই ফিরে নতুন করে পুনরায়,
হৃদয় সজনে পশ্চিমের ক্লান্ত লালমেঘ।
বড্ড অসহায় জীবন তাপে অনুশোচনায়।
দিতে চাই চিনিমাখা মধুময় ওই ঠোঁটে চুমু
যেখানে লুকিয়ে আছে শাশ্বত ভালোবাসার অঞ্জলি!