তবুও তোমারে নিয়ে ঢের চিন্তা একদিন ছিল
যখন সোনালী দিন নিয়েছিল আমাদের ডেকে‚
হৃদয়ে উত্তর হাওয়া ছুঁয়ে ছেনে গিয়েছে বারংবার
আবেগ যৌবন সবই ফুরফুরে নীল জোছনায়!

সেইসব সযত্নে রাখা সোনার দিনগুলো আজ নেই
কবে ফুরিয়েছে জীবনের থেকে এঁকে এঁকে‚
তোমারও দিন— আমারও রাত্রি আসে ধীরে ধীরে
তারপর শেষ হবে সব লেনদেন একদিন কবে!

এখন মনের আকাশ মেঘে বজ্রপাতে ঢের ভারী
বিজলির ঝলকানিতে সমস্ত শরীর কেঁপে উঠে‚
ওইদিকে শোনা যায় রাত্রির ডাহুকের জয়গান
যেন এই গান ভেসে আসে তোমার কণ্ঠের থেকে!