সূচনা, আমরা ভুলে গেছি সেই অতীত
কবে কাছে ছিলাম কথা হতো নিত্যনতুন!
প্রেমিকের নিঃশ্বাসে পৃথিবীর পথ ভারী হয়ে আসে!
তোমার আজ কোথাও যাওয়ার পথ নেই
সব পথ হারিয়ে কাহার পিঞ্জে বন্দী চিরকাল।
তবুও চাই সেই মুখ হাসিমাখা মুখখানি
ফুটে থাকুক যুগযুগ ধরে হাসির উজ্জ্বল দ্রৌপদী
আমি না হয় দূর থেকে না দেখে হৃদয় শুকাবো—
কিছু মানুষের জীবন জানো তো এমনই হওয়া উচিত।
সব কিছু উপেক্ষা করে জীবনরে আজ ছুটি দিয়েছি,
চারিদিকে নিরাশার ঘুটঘুটে ফেনিল অন্ধকার
ভালোবেসে সে আঁধারেই ডুবে যাবো একদিন!