এই ভালোবাসা তোমাকেই পেতে চায়
বলতেই হৃদয়ে নেমে এলো মৃগতৃষ্ণা;
কিন্তু কথাটা থাক তবুও বলি—
মনে আছে তোমার সেই দিনগুলোর কথা
সেই নীলক্ষেত পাখির বিমুগ্ধ কলরব;
বাসমতী ধানগুলো নিবিড় বাতাসের
আলতো স্পর্শে নুয়ে পরতো একটার উপর আরেকটা!
আমাদের দু’চোখ জুড়াতো তাদের মুখোচ্ছবি দেখে;
জানো তো মাঝে মাঝে তোমার এলোকেশী চুল গুলো
আমার নাকের ডগায় এসে পরতো!—
তুমি অবশ্য ছিলে বেখেয়ালী তাই দেখনি
তখন যেন আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শিহরিয়া হয়ে উঠতো;
সেই নীলক্ষেত কিংবা বেল গাছটির নীচে!
কোন বেল গাছটির কথা বলছি মনে আছে তো?
জানি না তোমার মনে আছে কিনা
আমার মনে আছে? চিরকাল মনে থাকবে?
যতদিন এ জীবন বেঁচে রবে পৃথিবীর বুকে!
জানো আজ কতদিন ধরে দেখি নাকো তোমারে আমি;
সে দিনের এক একটা স্মৃতি যদি আজ মনে পরে;
যেন ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়!
জানি হৃদয়ের পথ চলা একদিন শেষ হলে পর:
সেই দিনের সেই বাসমতী ধান গুলোর মতো:
আমারো জীবন ক্ষসে যাবে মৃত্যুর ধূসর ছায়ায়!