থাকে যদি ঋণ তোমার জীবনের প্রতি
দিও ক্ষমা করে অতীত স্মরণে,
আজ নাই তোমার ঋণ
শোধ করিবার মতো সঞ্চয়,
একদিন নোনা জলে চোখের শ্রাবণে
ভেসে গেল সব প্রেম হল অবসান।

ভেবেছিলাম আমরা দূর শঙ্খের ডানায়
মনের উল্লাসে সোনালী আকাশের
রূপালি শস্যের ভিতর
জীবনের সব স্বাধ মিটিয়ে
কোনো এক জোছনা ভরা রাতে
আবার ফিরে আসবো
যখন পউষের ধানে মুখরিত সব।

হিজল শিরীষের ফাঁক দিয়ে যেই জোছনা
ফিরে চায় উঠানের পানে,
সন্ধ্যার খেলায় মাতে শিশুরা,
তারই মাঝে জেগেছিল আমাদের প্রাণ
অন্ধকারে তুমি আমি হারিয়ে যাই
রূপকথা নীহারিকার গল্পে।

তুমি চলে গেছ আজ নয় কবেকার কথা
যখন দ্বারকাটা হলুদ পাখিও চলে গেছে
না বলে হেমন্তের কুয়াশায় ডুবে,
তারপর স্মৃতি কাতর ক্লান্ত চোখে
কেটে গেল ঢের অগ্নিশার জ্বালা
হৃদয় খুঁড়ে বেদনার জগতে!