থাক সেইসব পুরনো কথা
হৃদয় যে অঙ্গার
পুড়ে পুড়ে ছাই হচ্ছে,
কেউ তো তা দেখছে না?
আমি ছাড়া কেউ উপলব্ধি করছে না।
কবিদের আত্মা যেন বিষে নীল হয়ে থাকে
পৃথিবীর সব গ্লাণি তাদের হৃদয়ে
নিজের অস্তিত্বেই সব ব্যথা ডেকে রাখে
ঝিনুকের মতো গভীর সিন্ধুরে।
হে রাত্রি কোলাহল অচেনা মেঘ
আমি জানি না পৃথিবীর মানুষকে
কি ভাবে ভালোবাসা দিতে হয়।
তাদের অধীর হৃদয়ে স্থান করে নিতে হয়,
তবুও এক মহিলার কাছে জীবন উৎসর্গ করেছি
ভালোবাসা দিয়েছি প্রেম দিয়েছি
যতটুকু ছিলো নিষ্প্রভ নিভৃতে বলিয়েছি
বিনিময়ে কি পেয়েছি সবই তুমি জানো।
জীবন তো পাপে পূর্ণ—
হেমন্ত ফুলের মতো নিষ্পাপ নয় তো আর
আছে নিজের প্রতি নিজের এক আকাশ সমান অভিযোগ!