তারপর যদি একদিন মনে পড়ে তার;
যখন পঞ্চমীর চাঁদ ডুবে গেছে
মেঘের ঝাপটায় আসমান কাঁদিয়ে?
কোথাও নাই কারু সারা শব্দ
নির্জনে সব ঠাঁই দাড়িয়ে আছে;
চোখেও পায় নাকো তার ঘুম!
কিংবা পুরনো স্মৃতির ডায়েরি খুলে গেছে
যেন দূর উপকূলের উত্তাল ঢেউয়ে?
মনে পড়ে গেল অস্তিত্বহীন এক
মানবের খণ্ড খণ্ড অতীতের কথা;
ওল্টাতে লাগলো সে একের পর এক
স্মৃতির সব পাতা গুলো!
হয়তো হংসটাও নাই বেঁচে আর ততদিনে
মহান সৃষ্টির সৃষ্টি জগতে?
আঁচল খানা পেতে ফড়িয়াদ করলো
প্রভু সুখে রাখো তারে-যেই জীবন
কোনোদিন ছিল না এই হংসীর!!