প্রাণে অসহ্য যন্ত্রণা জমিয়ে
তারপর ধীরে ধীরে একদিন‚
নিভে যাবে জীবনের প্রদীপ
কোনো এক অবনীর ঘর থেকে!
কতো নিঃশব্দে তুমি চলে যাবে
সবাইরে রেখে একা-একা‚
কোথাও আলো নেই পৃথিবীর ‘পর—
ক্ষণিকের জীবন তবুও হায়!
বুকের উপর ভেসে রবে মৃত্যুর কবর
চারিদিকে মাটির দেয়াল‚
আলোহীন একখানি ছোট ঘর
বিস্মিতের মতো আমি চেয়ে রবো কতকাল!