আমি আজ তাকে খুঁজে বেড়াই
তার কাছে রই গেছে না জানা ঢের কথা।
এসেছিল সে আমাকে পাওয়ার জন্য
বলেছিল তার অন্তরঙ্গ কথা সব—
যদিও হয় নিকো সব শোনা!
সে ছিল আমার জীবনের এক অধ্যায়
আজও তার পায়ের আওয়াজ আমি শুনি
সমুদ্রের স্বরের মতো তরঙ্গের পানে;
নক্ষত্রের মতো জেগে থাকে গভীর চোখে
তবুও নাই তার অস্তিত্বের দেখা!
তাকে আজ ঢের মনে পরে মেঘ সন্ধ্যার অন্ধকারে
অনেক স্মৃতি রেখে গেছে আজও তাই কাঁদায়।
কতোটি বছর পার হয়ে গেলো নাই তার খোঁজ
কবে হারিয়ে গেছে জীবন থেকে—
এখন শুধু ব্যথা ঝরে আরও কতো ব্যথা!