তোমারও কি আজ কাঁদে মন
আমারই মতো নীরবে নির্জনে একাকী;
যাও পাখি বলো গিয়ে তারস্বরে
ভালো নেই আমি দীর্ঘদিন যাবত্
শূন্যতার নিস্পৃহ তার ঘুচিবে না কিছুতেই!