সুহাসিনী, তোমার কথা আমি যেমন ভাবি,
তুমি কি আর ভাবো আমার কথা সে রকম,
ধরা দাও সুহাসিনী:
গভীর ঘুমে স্বপ্নের ভিতর এসে!

দেখে যাও এই চোখে মুখে,
দেখে যাও কত হতাশার গ্লাণি,
ঝরে যায় কত জল— আরো জল
তুমি নাই কে মুছিবে অপার বেদনা ক্রান্তি!

কি চাও বলো না তুমি? বলো তুমি?
অন্ধকারের আড়ালে অন্ধকারে
তুমি আজ লুকিয়ে আছো,
হৃদয় পুড়ে চৈত্রের প্রখর রৌদ্রে!

সুহাসিনী,
তোমার হৃদয় আজ গাঙচিল,
নদীর ওপারে নদীতে
তোমার নিঃস্বার্থ মন উড়ে!