অস্থচাঁদ হৃদয়ে ডুবিয়ে অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে
কি যেন লিখিতে ছিলাম টেবিলে,
ক্লান্ত শিশির ঝরিতেছিল টুপ টুপ করে,
যদিও জেগে নেই অপরূপ সেই রাজকন্যা
ধূসর আলোয়ে ভেসে বেড়াতো চপল পায়ে—
স্বপ্নের দেশে ডানা ছেড়ে!—
এই অন্ধকারে প্রদীপ ফুরিয়ে এলো বুঝি?
নিভে যাবে আলোর মুখ,
টেবিলে বইয়ের স্তুপ রেখে
ধীরে ধীরে শুয়ে পরলাম।
যেই ঘরের ফাঁক দিয়ে
নির্জন জোছনা ভরা আকাশ
দেখেছিল একদিন হায়,
সে আকাশ আজ নেই এই পৃথিবীর মনে!
তবুও এই আকাশ যদি আবার জ্বলে উঠে
একদিন হৃদয়ের জানালা মেলে,
তখন তোমায় নিয়ে আবার গল্প লিখবো
মন পাবনের দেশে,
হারিয়ে যাব সেই স্বপ্নের ভীড়ে
যেই স্বপ্নের ভিতর রবো শুধু তুমি আর আমি!