হৃদয়ে প্রেমের গল্প একদিন শেষ হলে ‘পর—
সবি মুছে যায় নক্ষত্রের মত ধীরে;
জানি আমি তুমিও আজ নেই
পৃথিবীর বিশাল গোল পেটের ভিতর।
তরঙ্গ বাতাসের মত তুমি
কখন থেমে গেছো;
হাজার হাজার ব্যস্ত বছরের পরও আমি
জানি নাকো সেই ধ্বনি ঘ্রাণ।
মনে আছে সেইদিন গুলো
পুরনো শব্দের কথা;
ডাকো নিকো কোনোদিন নাম ধরে
ডাকিয়েছ প্রতিক্ষণে কবি বলে।
কবি কি ভুলে গেছে সূচনাকে?
কিংবা সেই কি ভুলে গেছে স্বপ্নের রাতে?
আমরা তুমুল স্বপ্ন দেখি রাত্রি যুগে
মুছে যায় অপার অজস্র প্রেমের কাহিনী!