সব পাখি ফিরে আসে নিজ গমন দেশে
সন্ধ্যার আলোক তিমির কোলাহলে;
বহুদিন হয় দেখি নাকো বন্য ঝোপে
পরিচিত পাখিটারে আমার আঙিনার থেকে
মনে হয় অভিমান করে গিয়েছে চলে!
দূর জগত থেকে এসেছে নতুন শিশু
দিগন্ত মহাপথ পারি দিয়ে;
বলে আমায়— ব্যর্থ তোমার জীবন
আমি তো পাগল হয়ে যাই তার মধুর টানে
কোন বিহনে খুঁজে পাই তারে!
লেলিহান শিখার আগুনে ঝলসে গেছে মন
আমি একাকার নিঃস্ব শূণ্যে ঘুরে
ছুটে যাই তারই সন্ধানে!
পারি নাকো ও-ই বনে চক্ষু বোলাতে
একটু স্নেহ‚ ভালোবাসা
দিয়েছেল আমারে পূর্নতা দান!
ধূসর জগতে হীম জলে ভিজে শুনি একদিন
বনের পথ পথিকের কাছে—
চলে গেছে সে— এ আত্মার বন্ধন ছেড়ে
কবেকার সঙ্গিনীর সাথে কোথায়!
বিরহের দুর্গশির বিদ্রুপে চলি তারই খোঁজে
বনানীর বুক চিরে নয়ন মেলি পৃথিবীর পানে;
পাই নিকো তবু তার অন্তিম মুখ
ও-ই অচীন পাখির ভীড়ে!
নহে তুমি মৃত্যুর শেষে আবার আসিবে ফিরে
কালো দরিয়ার বনে ফুলের অনুগ শিবিরে!