বালিকা, তুমি কি আমার
মনের আকাশ হবে?
রেখে দিব সেইখানে সাজিয়ে
দূর নক্ষত্রের মত গেঁথে!

তোমার অই চোখ—
যেন ধানসিঁড়ি নদী এক স্বপ্ন ভূবন,
দখিন বুনো হাওয়ায় দোলে
সে কেশবর্তী দীঘল মাথার চুল!

যত রূপ রঙ অই নীল ঘাসের মত
চারিদিকে ছড়িয়ে,
পরীর মত দুইখানা হাত
ঝরে মেঘের কোলে!

ষোলো কলায় পূর্ণ এক নারী তুমি
আমাদের পৃথিবীর কাছে,
জড়িয়েছ অঙ্গে হলুদ শাড়ি
তোমারে দেখিতে আসে দূর সমুদ্রের পাখি!

পূর্ব দিগন্তে সোনালী রৌদ্রের পর
সবুজ বরণ লাউ ডগায়,
শেষ রাত্রির শিশির মতিয়েছে খেলায়
মিশিয়েছে মন দুধ শাদা ফুলে!

হে বালিকা চাই আমিও
তোমার অই রূপে,
অই দেহে হারিয়ে যেতে
অনন্ত বিদিশার মত অনন্তকাল!