সন্ধ্যার আঁধারে কার মালা
হৃদয়ের স্পন্দনে গাঁথিয়াছি
নক্ষত্র ভরা আকাশের তলে:
গভীর মনোরথ শরতের নিঝুমে
ভাসিয়া উঠে কাহার প্রতিচ্ছবি;
ছাতইন ফুলের মাতাল ঘ্রাণে
মন ভাঙিয়া চুরিয়া ন্যায় আমার!