অনেক মহামূল্যবান সময় জীবন থেকে
হারিয়ে ফেলেছি আমি—
কারণে অকারণে ব্যয় করে।
ঘড়ির কাটা থেমে নেই
আজও তার সময়ের কাটা
চলে যায় আপন গতিতে,
আমরা পড়ে থাকি তারই পিছনে!