অইখানে কেটে গেছে শৈশবের দিনগুলো
সারাদিন মাতিয়েছি দুষ্টমিতে,
পাখি মেঘ রৌদ্রে সেই স্মৃতিচারণ
হৃদয়ের গভীর থেকে ভেসে উঠে আজ!
সঙ্গের সাথীরা এখন কেউ নেই
সবাই দূরদূরান্তে কর্মজীবনের ঘানি টানতে,
বিচ্ছিন্ন শতচ্ছিন্ন বোজা কাঁধে লয়ে
আলোর খোঁজে হারিয়ে গিয়েছে কবে!
তবু যদি সেই শৈশবের পুরনো যুগ
আবার আসিতো ফিরে আজকের জীবনে,
উল্লাসে মিশে যেতাম জোছনার ফিকে
হৃদয়ে চিতল হরিণ আসে নাকো বারবার!