সবুজে গাঁথা এই দেশ রক্তিম সূর্যকরোজ্জ্বল
মুনিয়ার সোনালী অপরূপে ঘেরা;
চৌদিকে সবুজ নীল বেগুনি রঙের ছোঁয়া
থোকায় থোকায় ফুটিয়েছে —
কৃষ্ণচূড়া‚ শেফালী‚ রজনীগন্ধা‚ বেলি
অজস্র বন্য ঝোপে মাধুর্য খুঁজে!

রংধনু জাগে সুনীল আকাশে বিস্ময় ভরে
রাঙা প্রভাত দু’মুহুর্ত নিঙরিয়ে
দ্বারকাক ছুটে চলে দূরন্ত পাখায়!
শেষ বিকেলের মেয়েটি এসে কখন নিয়ে যায়
গরুটিরে একা-একা মাঠ থেকে নিজে
কোথাও ভুল করে নাকো জানি সে!

সন্ধ্যা এসেছে বলে চারিদিকে নীরবতা নামিয়েছে
একটু পরই বিমর্ষ আকাশ জুড়ে
জেগে উঠবে নক্ষত্রের নিত্যকার!
আমার দেহের উপর বাংলার বাতাস
অজস্র আগ্রহ নিয়ে ছুটে আসে এক একবার‚
আমি যেন সে বাতাসেই ঘুমিয়ে থাকি চিরকাল!