সব হতাশারে মাটি দিয়ে আবার তোমারে চাই
আবার চাই তোমার প্রেমে গলিতে‚
হলুদ ফুলের দেশ যেই ভেগে জেগে উঠে ভোরে
আমরাও উঠিবো জেগে এক আবেগ লয়ে পুনরায়!
এখন হৃদয় অনুরক্ত ভিজে আছে শিশিরে
সেই ঘাস মাঠের গল্প তুমিহীনা অব্যক্ত নিষ্ফল‚
যদিও ধুয়ে মুছে আবার ফিরে আসে স্বাদ
বাস্তব অবাস্তব সমস্ত অসারতা গ্লানি ফেলে!
জানি আমি তোমাকে পাবো না হয়তো আর
পুরনো অনুভূতি সবই যে শূন্যতা বহতা‚
নতুন বসতি অন্যকে নিয়ে তোমার কতকাল
আমিও চাই না আর ফিরিতে ক্লান্ত নাবিকের সুরতে!